মেঘলা আকাশ – কলমেঃখাদিজা তুত তাহিরা
মেঘলা আকাশ
কলমেঃখাদিজা তুত তাহিরা
আকাশে মেঘের আনাগোনা
কালো মেঘের ছাঁয়া,
মেঘ বালিকা হাটছে দেখো
কালো চাদর দিয়া।
মেঘের ভিতর তুষার সাজলো
শিলা বৃষ্টি হয়ে,
মেঘের ডাকে মাঝি ডরে চলে
সোনার তরী বেয়ে।
মেঘের রঙয়ে সাজলো মেঘ বালিকা
জমকালো বিদ্যুৎ,
মেঘের কালো ছাঁয়াপথে গুড়ুম
গুড়ুম উজ্জ্বল তড়িৎ।
মেঘ বালিকা নিজ হতে ছোঁয়ে
দিতে চাই বৃষ্টি,
মেঘলা আকাশ কত সুন্দর করে
আল্লাহ করেছে সৃষ্টি।
মেঘ বালিকা যাচ্ছো কোথায়?
কালো মেঘকে ধরে,
কালো রঙে ছেঁয়ে গেছে আকাশ
মেঘ পথের ভীড়ে।
বিদ্যুৎ চমকালো রাখাল ছুটলো
গরু নিয়ে বাড়ি,
মেঘের আড়ালে কৃষক ছুটলো
নিয়ে গরুর গাড়ি।
মেঘের সাথে অভিমানে মেঘ
বালিকা যাচ্ছে চলে,
মেঘ বালিকার সঙ্গী বানাও যাবো
তার আপন কূলে।
(কবিতাওয়ালী)তারিখঃ ১৩/০৬/২০২০