কিঞ্চিৎ ভালোবাসা – কলমেঃ খাদিজা তুত তাহিরা
কিঞ্চিৎ ভালোবাসা
কলমেঃ খাদিজা তুত তাহিরা
ভালোবাসার পরশে কোমল হৃদয় ছোঁয়া দিয়ে যায়,তোমার ভালোবাসায় সাত রংধনু আমি খুঁজে পায়।তোমার ভালোবাসার রং দিয়ে আকবো মনে ছবি,ভালোবাসার জন্য সৃষ্টি হলো এই দুনিয়ার সবি। তোমার ভালোবাসার রংতুলি দিয়ে লেখবো মনের কথা,তোমার মাঝে খুঁজে পায় আমার হারানো স্বপ্নের কবিতা।ফুলের মাঝে ভ্রমর উড়ে সঞ্চয়িত করে তার আশা,ভ্রমর হয়ে তোমার থেকে আহরন করবো আমার ভালোবাসা।মাটির শুষ্কতাকে ভেজাতে যেমন আদ্রতার হয় প্রয়োজন,তোমার ভালোবাসা তেমন করে কেড়েছে আমার মন।সূর্য্যের অালো ছাড়া দিন হয় না কোনো রকম মূল্যবান,ভালোবাসা ছাড়া আধারে ডুবে যায় শশীর কূলমান।সারা জাহানে পথগমন করবো তোমার ভালোবাসার জন্য,কিঞ্চিৎ ভালোবাসা পেয়ে আমি হলাম আজ ধন্য।কবিতাওয়ালীতারিখঃ১২/০৬/২০২০