SSC ফলাফল 2024 যশোর শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪

SSC ফলাফল 2024 যশোর শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪

যশোর শিক্ষা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২৪ নিচে বিস্তারিত

এবারে অনুষ্ঠিত যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে ফলাফল প্রকাশ করা হবে। যশোর শিক্ষা বোর্ডের এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৪ অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এখানেও পাওয়া যাবে।

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফল প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং যশোর শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.jessoreboard.gov.bd সহ বিকল্প ওয়েবসাইট থেকে যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট 2024 মার্কশিট ডাউনলোডের নিয়ম নীচে তুলে ধরা হল।

নীচের দেয়া নিয়মে আপনি সবার আগে খুব সহজেই যশোর শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ জানতে পারেবেন।

প্রতি বছরই যখন ফলাফল প্রকাশিত হয়, দেখা যায় যে, রেজাল্ট জানার জন্য সবাই একসাথে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ একসাথে ভিজিট করে। যার কারনে দেখা যায় যে,পরীক্ষার ফলাফল জানা তো দূরের কথা অধিকাংশ সময় সাইটে ভিজিট করাও যায়না! যার ফলে ছাত্র / ছাত্রী এবং অভিবাক সহ সবাইকেই অনেক কষ্ট পোহাতে হয়।

অথচ, একটু খেয়াল করে স্বাভাবিকভাবে বিকল্প পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই Exam রেজাল্ট জানা যায়। যদি আপনি আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর অধীনে পরিচালিত ২০২৪ সালের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল (SSC Exam Result) সবার আগে সবচেয়ে দ্রুত এবং সহজেই পেতে চান, তাহলে পুরো পোষ্টটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত পড়ুন এবং পোষ্টে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করুন…..

তিনটি স্বাভাবিক সহজ পদ্ধতির যে কোন একটি নিয়ম অনুসরণ করে আপনার এস এস সি রেজাল্ট ২০২৪ জেনে নিন

প্রথম পদ্ধতি : Online থেকে যশোর শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ ডাউনলোড করুনঃ Jessore Board এর ছবির ফলাফলসরাসরি বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনার যশোর শিক্ষা বোর্ডের SSC Result 2024 দেখতে নিচের লিংকে ক্লিক করুন, তারপর SSC Result সিলেক্ট করুন, Exam Year সিলেক্ট করুন, এরপর Jessore Board সিলেক্ট করুন, তারপরের খালি ঘরে রোল নম্বর লিখুন, রেজিস্ট্রেশন নম্বরের ঘরে রেজিস্ট্রেশন লিখুন, সর্বশেষ সিকিউরিটি কোড লিখে Submit করুন।

এছাড়া আপনি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (Secondary and Higher Secondary Education Board, Jessore) ওয়েবসাইট থেকেও আপনার SSC Result 2024 জানতে পারবেন। যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট 2024 জানার জন্য নিচের বিস্তারিত টিউটোরিয়াল ফলো করুন।

যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট 2024 অনলাইনে দেখুন

www.educationboardresults.gov.bd থেকে যশোর বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল দেখুন

  • প্রথমে নিচের ওয়েব সাইটে প্রবেশ করুন।
  • তারপর Examination অপশন থেকে SSC/Dakhil/Equvalent সিলেক্ট করুন
  • তারপর Year অপশন থেকে ২০২৪ সিলেক্ট করুন
  • তারপর Board অপশন থেকে Jessore Board সিলেক্ট করুন
  • তারপর Roll বক্সে আপনার রোল নাম্বার টি লিখুন
  • তারপর Reg: No বক্সে আপনার রেজিষ্ট্রেশন নাম্বার টি লিখুন
  • তারপর 2 + 7 = এরকম একটি চ্যালেন্জ থাকবে, সংখ্যা দুটি যা ই থাকুক, আপনি আপনি যোগফল টি সামনের ফাকা বসিয়ে দিন।
  • সর্বশেষ Submit বাটনে ক্লিক করে অপেক্ষা করুন, কিছুক্ষনের মধ্যেই আপনার কাঙ্খিত রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে।
যশোর শিক্ষা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২৪

Eboardresults.com থেকে যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৪ দেখুন

  • প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন >>> eboardresults.com/v2/home
  • Examination থেকে SSC/Dakhi/Equivalent সিলেক্ট করুন।
  • Year থেকে 2024 সিলেক্ট করুন।
  • Board থেকে Jessore Board সিলেক্ত করুন।
  • Result Type থেকে Individual Result সিলেক্ট করুন।
  • Roll এর বক্সে আপনার রোল নাম্বারটি লিখুন।
  • Registration এর বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বরটি লিখুন। এটি না লিখলেও চলবে। তবে বিস্তারিত মার্কশিট নম্বর দেখতে চাইলে অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশন নম্বরটি দিতে হবে।
  • Security Key (4 digits): এখানে একটি ইমেজে চার ডিজিটের অক্ষরগুলি দেখতে পাবেন। বোঝা না গেলে নিচের Reload বাটনে ক্লিক করুন। তারপর শব্দগুলো সামনের বক্সে সঠিকভাবে লিখুন।
  • সর্বশেষ নিচের Get Result বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে কয়েক সেকেন্ডের ভেতরেই আপনার যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ মার্কশিট নম্বর সহ দেখতে পাবেন।

যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ SMS দ্বারা দেখুন

দ্বিতীয় পদ্ধতি : মোবাইল ফোন থেকে যশোর শিক্ষা বোর্ডের SSC রেজাল্ট 2024 দেখুনঃ তাৎক্ষনিক রেজাল্ট এবং মার্কশিট পাওয়ার সবচেয়ে দ্রুত এবং কার্যকর পদ্ধতি হল Mobile Phone থেকে 16222 এই নম্বরে SMS পাঠিয়ে রেজাল্ট এবং মার্কশিট পাওয়া। বাংলাদেশের সকল মোবাইল অপারেটর থেকেই এই সুবিধা পাওয়া যাবে। এজন্য আপনার (গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল, টেলিটক) যে কোন একটি সিম ব্যবহার করলেই চলবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর SSC Result 2024 (Secondary School Certificate Exam Result 2024 ) এস এম এস এর মাধ্যমে জানতে…

  • প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন SSC
  • স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর JES
  • পূনরায় স্পেস আপানার এস এস সি পরীক্ষার রোল নম্বর লিখে
  • আবার স্পেস দিয়ে আপনার এস এস সি পরীক্ষার সাল 2024 লিখুন
  • এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।

উদাহরন:- SSC JES 312532 2024 Send 16222

এরপর ধৈর্য সহকারে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং আপনার মোবাইল ফোনের Inbox Check করুণ, ফিরতি মেসেজে আপনার যশোর শিক্ষা বোর্ডের SSC Result 2024 এর ফলাফল জানিয়ে দেয়া হবে।

** Grameenphone, Banglalink, Robi, Airtel, Citycell, Teletalk থেকে SMS চার্জ প্রযোজ্য হবে,একটি মেসেজে ২.৩০ টাকা Vat SD SC.

তৃতীয় পদ্ধতি : নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের Eiin Number ব্যবহার করে যশোর শিক্ষা বোর্ডের SSC Result 2024 দেখুন

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধনকৃত প্রতিটি মাদ্রাসা, স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের একটি Eiin নম্বর থাকে। এই Eiin Number Use করে খুবই ইজি এবং দ্রুত একসাথে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র / ছাত্রীর রেজাল্ট ডাউনলোড করা যায়।

শিক্ষা প্রতিষ্ঠানের Eiin Number ব্যবহার করে আপনি যদি যশোর শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ পেতে চান তাহলে…

  • প্রথমে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে Eiin Number সংগ্রহ করুণ।
  • তারপর নিচের লিংকে ক্লিক করুণ অথবা এই লিংকে ক্লিক করুণ
  • তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের Eiin Number প্রবেশ করান
  • এবং অনান্য তথ্য সঠিকভাবে পূরণ করে Submit করুন।
  • আপনার শিক্ষা প্রতিষ্ঠানের SSC পরীক্ষায় অংশ গ্রহনকারী সকল ছাত্র / ছাত্রীর এস এস সি পরীক্ষার ফলাফল চলে আসার পর আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি দেখুন এবং প্রয়োজন মত পুরো রেজাল্টশিট টি Download করুণ।
যশোর শিক্ষা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২৪

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে আপনি আপনার মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে এবং ইন্টারনেট থেকে খুব সহজেই আপনার কাঙ্খিত এস এস সি রেজাল্ট ২০২৪ সম্পূর্ন মার্কশিট সহকারে ডাউনলোড করে নিতে পারবেন।

SMS এর মাধ্যমে যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ দেখার নিয়মঃ

মুঠোফোন থেকে এসএমএস এর মাধ্যমে যশোর শিক্ষার বোর্ডের এস এস সি রেজাল্ট জানতে , মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন >>> SSC < স্পেস > JES < স্পেস > রোল নম্বর লিখুন < স্পেস > 2024 লিখে মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নম্বারে।

উদাহরনঃ SSC JES 274126 2024 Send to 16222

এসএসসি/দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৪

অনলাইন থেকে যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ জানবেন যেভাবেঃ

  • প্রথমে আপনাকে শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে যেতে হবে
  • তারপর Examination মেনুর সামনে থাকা রেডিও বাটনে ক্লিক করে "SSC /Dakhil/Equvalent" সিলেক্ট করে নিতে হবে।
  • তারপর Year মেনুর সামনে থাকা রেডিও বাটনে ক্লিক করে "2024" সিলেক্ট করে নিতে হবে।
  • তারপর Board মেনুর সামনে থাকা রেডিও বাটনে ক্লিক করে "Jessore" সিলেক্ট করে নিতে হবে।
  • তারপর Roll মেনুর সামনের খালি ঘরে আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার টি লিখতে হবে।
  • তারপর Reg: No মেনুর সামনের খালি ঘরে আপনার এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রশন নাম্বার টি লিখতে হবে।
  • তারপর 5 + 5 = এরকম একটি চ্যলেন্জ কোড থাকবে। সংখ্যা দুটি যেমনি থাকুক, আপনি হিসেব করে যোগফল টি সামনের খালি ঘরে বসিয়ে দিন।
  • তারপর নিচের ডান কোনের Submit বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। সব কিছু ঠিক থাকলে অতি শীঘ্রই আপনার কাঙ্খিত দিনাজপুর বোর্ডের এস এস সি রেজাল্ট মার্কশিট সহ দেখতেপাবেন। আপনি সেখান থেকে প্রয়োজন মোতাবেক প্রিন্ট / ডাউনলোড / স্ক্রীনশট / সেভ করে নিতে পারবেন।

“About Jessore Secondary And Higher Secondary Education Board”

ইন্টারমিডিয়েট এবং মাধ্যমিকের প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য ১৯৬৩ সালে খুলনা বিভাগের ইন্টারমিডিয়েট এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড (BISE), বাংলাদেশ ১৯৬৩ সালে একটি অধ্যাদেশ (পূর্ব পাকিস্তান অর্ডিন্যান্স নং ৩৩-এর ১৯৬১) দ্বারা প্রতিষ্ঠিত হয়। স্তরের পাবলিক পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান। তবে অধ্যাদেশ ১৯৬২ সালে সংশোধন (১৯৬২ সালের ১৬ ই জুলাই) এবং ১৯৭৭ সালে (১৯৭৭ সালের ১৭ ই জুলাই) সংশোধন করা হয়েছিল। ড. আব্দুল হক BISE প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (৯.১০.১৯৬৩ থেকে ০৪.১২.১৯৬৫) যশোর। অধ্যাপক মোঃ আব্দুল আলীম বর্তমানে বর্তমান চেয়ারম্যান (০৩ নভেম্বর ২০১৩) এবং যশোরের BISE ইতিহাসে ৩১ তম সভাপতি।

যশোর ১৯৬৩ সালে যাত্রা শুরু করে, তখন মাত্র চারটি (বৃহত্তর) জেলা ছিল, যথা খুলনা, যশোর, বরিশাল ও কুষ্টিয়াতে মোট ২০ টি কলেজ এবং ৫০৮ টি বিদ্যালয় রয়েছে। একটি নতুন জেলা পটুয়াখালী ১৯৬৯ সালে বরিশাল জেলা থেকে পৃথক করে পাঁচটি জেলায় বিভক্ত হয়ে যায়। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ফলে ১৯৮৪ সালের জেলায় জেলাসমূহের সংখ্যা ১৬ (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, যশোর বোর্ডের অধীনে বরগুনা ও ভোলা)পরবর্তীকালে বরিশালকে ১৯৬৩ সালে একটি বিভাগ বানানো হয় এবং পিরোজপুর, ঝালকাঠি, বরিশালের জন্য বার্ষিক বোর্ড প্রতিষ্ঠিত হয়। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার মধ্যবর্তী স্থানে বি আই এস ই , যশোর জেলার অন্তর্গত পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলাসমূহ।

বোর্ডের অধীন সংস্থাসমূহের সংখ্যা: এখন স্বীকৃত স্কুলগুলির ২৭০৮ নম্বর আর সাময়িকভাবে স্বীকৃত স্কুলগুলির ১৬০ নম্বর এবং বি আই এস ই, যশোরের অধীন ৫২৩ কলেজের সংখ্যা নেই।

শিক্ষার মাধ্যম: যদিও শিক্ষার মাধ্যম সব স্কুল ও কলেজে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, আকিজ কলেজিয়েট স্কুল, যশোর ইন্টারন্যাশনাল স্কুল, বি.এফ শাহীন কলেজ, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, খুলনা এবং নৌবাহিনী অ্যাংকরজ খুলনা এবং নওহার ইংরেজি মাধ্যমিক মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, মাগুরা বিএসইএস-এর অধীন, যশোর এনসিটিবি পাঠক্রমের ইংরেজি সংস্করণের শিক্ষার্থীদের কাছে শিক্ষা প্রদান করে।

Jessore Education Board SSC Exam Result 2024 সম্পর্কে আপনি কোন কিছু জানতে চাইলে নীচে কমেন্ট করুন। এই পোষ্টে আমরা যশোর শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ সম্পর্কিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এর পরেও যদি আপনার কোন কিছু বুঝতে কষ্ট হয় অথবা Jessore Board SSC Result 2024 Marksheet with Number Download করতে কোন সমস্যা হয় তাহলে নীচের কমেন্ট বক্সে আমাদের জানান। আমরা যথাসম্ভব আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url