অনলাইনে নাম্বার মার্কশিট সহ SSC রেজাল্ট 2024 বের করার নিয়ম
কিভাবে নাম্বার মার্কশিট সহ এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৪ অনলাইনে চেক করবেন? মোবাইল থেকে কিভাবে নাম্বার মার্কশিট সহ SSC রেজাল্ট 2024 বের করবেন? ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে দেখার নিয়ম সহ আপনার এসএসসি রেজাল্ট সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর নীচে দেয়া হলো।
এসএসসি রেজাল্ট ২০২৪ কবে দিবে? দেখতে ক্লিক করুন......
সম্মানিত ভিজিটরস, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ নাম্বার মার্কশিট অনলাইনে বের করা যাবে নিচের নিয়মে।
অনলাইনে এসএসসি ফলাফল ২০২৪ চেক করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের ওয়েব সাইট www.educationboardresults.gov.bd. এই সাইট থেকে মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ বের করার নিয়ম নীচে তুলে ধরা হলো।
মার্কশিট সহ SSC রেজাল্ট 2024 বের করার নিয়ম
এসএসসি রেজাল্ট 2024 educationboardresults.gov.bd
- প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ www.educationboardresults.gov.bd
- তারপরে Examination অফশন থেকে "SSC/Dakhil/Equivalent" নির্বাচন করুন।
- তারপরে Year অফশন থেকে "2024" নির্বাচন করুন।
- তারপরে Board অফশন থেকে আপনার শিক্ষাবোর্ড নির্বাচন করুন।
- তারপরে Roll নাম্বার বক্সে সঠিকভাবে এসএসসির রোল নাম্বার লিখুন।
- তারপরে Reg: No বক্সে সঠিকভাবে এসএসসির রেজিষ্ট্রেশন নাম্বার লিখুন।
- গনিতিক ক্যাপচা কোডটির সমাধান করুন। দুটি সংখ্যার যোগফল বক্সে লিখুন। উদাহরনঃ 9+8= 17
- ফলাফল ফরমে সব তথ্য সঠিকভাবে দেয়া হলে নীচের "Submit" এ ক্লিক করুন।
সব কিছু ঠিক থাকলে কিছুক্ষনের মাঝেই আপনার কাঙ্খিত সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৪ মার্কশিট দেখতে পাবেন।
বিঃ দ্রঃ উপরের নিয়মে শুধুমাত্র মার্কশিট সহ SSC রেজাল্ট 2024 অনলাইনে চেক করা যাবে। আপনি যদি প্রত্যেকটি বিষয়ের নাম্বার মার্কশিট সহ এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৪ অনলাইনে বের করতে চান তাহলে নীচের টিউটোরিয়াল করুন।
মার্কশীট নাম্বার সহ এস এস সি রেজাল্ট ২০২৪ দেখুন
বাংলাদেশ মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনস্থ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, যশোর, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৪ নাম্বার মার্কশীট বের করা যাবে নীচের নিয়মে।
অনেকেই এমন চান যে, প্রত্যেকটি বিষয়ে আলাদা করে কত নাম্বার এবং কোন গ্রেড পেলেন, এমসিকিউ প্রশ্নতে কত নাম্বার পেলেন ইত্যাদি বিস্তারিত ডিটেলস সহ এসএসসি ফলাফল বের করতে চান। আপনি নিচের লিংক থেকে ২০২৪ সালের এস এস সি পরীক্ষার ফলাফল নাম্বার মার্কশীট সহ কারে বিস্তারিত ভাবে জানতে পারবেন।
এস এস সি রেজাল্ট ২০২৪ www.eboardresults.com
- প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে: www.eboardresults.com
- তারপরে "Examination" অফশন থেকে "Choose One" এ ক্লিক করে "SSC/Dakhil/Equivalent" সিলেক্ট করে নিন।
- তারপরে "Year" অফশন থেকে "Choose One" এ ক্লিক করে "2024" সিলেক্ট করুন।
- তারপরে "Board" অফশন থেকে "Choose One" এ ক্লিক করে আপনার শিক্ষাবোর্ড নির্বাচন করুন।
- তারপরে "Result Type" অফশন থেকে "Choose One" এ ক্লিক করে "Individual Result" নির্বাচন করুন।
- এখন "Roll" অফশন আসবে। বক্সে আপনার SSC পরীক্ষার রোল নাম্বার লিখুন।
- তারপরে "Registration" অফশন আসবে। এখানে চাইলে আপনি রেজিষ্ট্রেশন নাম্বার দিতে পারেন, না দিলেও ফলাফল আসবে।
- এবার "Security Key (4 digits)" দেখতে পাবেন। চিত্রে দেখানো কোডটি নিচের বক্সে সঠিকভাবে লিখুন।
- সর্বশেষ নিচের "Get Result" বাটনে ক্লিক করুন।
সমস্ত তথ্য সঠিকভাবে পূরন করে সাবমিট করার কিছুক্ষনের মাঝেই আপনার কাঙ্খিত এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ নাম্বার মার্কশীট সহকারে দেখতে পাবেন এবং আপনি চাইলে ডাউনলোড বা প্রিন্ট করেও নিতে পারবেন
রেজিষ্ট্রেশন নাম্বার ছাড়াই শুধু রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট 2024 দেখুন এখানে।
SMS এর মাধ্যমে SSC Result 2024 চেক করার নিয়ম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৪ মোবাইল থেকে এসএমএস পাঠিয়েই জানতে পারবেন।
সাধারনত এসএসসির ফলাফল প্রকাশের দিন সবাই অনলাইনেই ফলাফল বের করার চেষ্টা করে থাকেন। এজন্য অনেক সময় অতিরিক্ত ভিজিটরের চাপের কারনে শিক্ষাবোর্ডের এসএসসির রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলো সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তখন আর ফলাফল না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়েন। কিন্তু বিকল্প পদ্ধতি হিসেবে SMS এর মাধ্যমে SSC Exam Result 2024 চেক করে নিতে পারবেন খুব সহজেই।
SSC Result 2024 মোবাইল এসএমএস এর মাধ্যম জানতে চাইলে চাইলে, আপনার মোবাইলের মেসেজ অফশনে গিয়ে টাইপ করুন SSC [space] শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর [space] এসএসসি রোল নাম্বার [space] 2024 এবং মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
উদাহরনঃ SSC DHA 345659 2024 লিখে পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
সকল শিক্ষাবোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪ SMS এর মাধ্যমে দেখুন এখানে।
সকল শিক্ষাবোর্ডের নাম | শর্ট কোড |
---|---|
ঢাকা শিক্ষা বোর্ড | DHA |
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | CHI |
কুমিল্লা শিক্ষা বোর্ড | COM / CUM |
যশোর শিক্ষা বোর্ড | JES |
রাজশাহি শিক্ষা বোর্ড | RAJ |
সিলেট শিক্ষা বোর্ড | SYL |
দিনাজপুর শিক্ষা বোর্ড | DIN |
বরিশাল শিক্ষা বোর্ড | BAR |
ময়মনসিংহ শিক্ষা বোর্ড | MYM |
কারিগরি শিক্ষা বোর্ড | TEC |
মাদ্রাসা শিক্ষা বোর্ড | MAD |
এসএসসি রেজাল্ট ২০২৪ দেখার বিকল্প ওয়েবসাইট
এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ বিকল্প ওয়েবসাইট থেকেও জানা যাবে। উপরে দেখানো পদ্ধতি অনুসরন করেই আপনি এসএসসি রেজাল্ট পেয়ে যাবেন। কোন কারনে যদি সমস্য হয় অথবা আপনি যদি বিকল্প ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ পেতে চান, তাহলে নিচে আপনার শিক্ষাবোর্ডের নামের উপর ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরন করুন।
- ঢাকা শিক্ষা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২৪
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২৪
- কুমিল্লা শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪
- দিনাজপুর শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪
- যশোর শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪
- রাজশাহী শিক্ষা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২৪
- সিলেট শিক্ষা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২৪
- বরিশাল শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪
- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৪
- কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২৪
- মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি দাখিল রেজাল্ট ২০২৪
- বাউবি এসএসসি রেজাল্ট ২০২৪ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ অনলাইনে বের করার নিয়ম এখানে তুলে ধরা হলো। আপনি যদি কোন কিছু বুঝতে না পারেন বা এসএসসি ফলাফল বের করতে না পারেন, তাহলে নিচে আপনার নাম, রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার, শিক্ষাবোর্ডের নামসহ কমেন্ট করুন। আমরা যথাসম্ভব আপনার ফলাফল জানিয়ে দিব। ধন্যবাদ।