হুদুদে হারাম (হারামের সীমানা)
হুদুদে হারাম (হারামের সীমানা)
সর্বপ্রথম আল্লহর নবী হযরত ইব্রাহীম (আঃ) আল্লহর হুকুমে হারামের সীমা নির্ধারণ করেন। তিনি ফিরিশতা জিবরাঈল (আঃ) এর নির্দেশানুযায়ী হারামের সীমানায় স্তম্ভ স্থাপন করেন। তখন থেকে এ সীমানা অপরিবর্তিত অবস্থায় আছে।
মক্কা বিজয়ের বছর রসূল (সঃ) হযরত তামীম বিন আসাদ আল খুযায়ী (রাঃ) কে প্রেরণ করে তা নবায়ন করেন। হযরতউমর (রাঃ) তাঁর খেলাফত আমলে চারজন কুরাইশকে প্রেরণ করে তা নবায়ন করেন।
আল্লহ কা’বা ঘরের পবিত্রতা ও সম্মানের জন্য হারাম সীমানা নির্ধারণ করেছেন। হারামের সীমানার মধ্যে সকলের নিরাপত্তা নিশ্চিত। হারামের সীমানা মক্কা শরীফের চতুর্দিকে বিস্তৃত, তবে সবদিকে সমান নয়।