Bangladesh Education Board HSC Result 2022 Published by www.educationboardresults.gov.bd:- আসসালামু আলাইকুম , এইচ এস সি ফলাফল ২০২২ মার্কশীট জানতে আমাদের পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি রেজাল্ট 2022 কিভাবে মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে জানবেন, এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট অনলাইনে কিভাবে দেখবেন ও ডাউনলোড করবেন, এ সব ই জানতে পারবেন এক এক করে।
তাই তারাহুরো না করে একটু ধৈর্য ধরে সময় নিয়ে পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন। এবং পোষ্টে দেখানো নিয়ম অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনস্থ সকল শিক্ষা বোর্ডের HSC Result 2022 – এইচ এস সি রেজাল্ট ২০২২ নম্বর সহ মার্কশিট দেখুন সবার আগে।
এছাড়াও এখানে অতিরিক্ত টিপস হিসেবে আপনার জন্য থাকছে, কিভাবে এইচএসসি রেজাল্ট ২০২২ বোর্ড চ্যালেঞ্জ / খাতা চ্যালেঞ্জ এর আবেদন করেবেন। যারা দু এক সাবজেক্টে ফেল করার কারনে পূনরায় পরীক্ষা দিয়েছেন, অথবা পছন্দমত ফলাফল হয়নি বিধায় মানউন্নয়েনের জন্য পূনরায় পরীক্ষা দিয়েছেন, তারাও নিচে দেখানো নিয়ম অনুসারে এইচ এস সি রেজাল্ট 2022 – HSC Result 2022 দেখতে পারবেন।
এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২২ – HSC Result 2022 BD
সাধারনত দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রতিবছরই যখন রেজাল্ট প্রকাশের দিন টি চলে আসে ছাত্র ছাত্রী এবং অভিবাবকগন একটু হতাশা ফিল করেন। সাথে যোগ হয় ধৈর্যহারা বিরক্তির ছাপ। এর কারন হল, শিক্ষামন্ত্রনালয় থেকে রেজাল্ট পাবলিশ করার সাথেই সাথেই ,দ্রুত ফলাফল সংগ্রহের উদ্দেশ্যে সবাই বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট টি একযোগে ভিজিট করে, যার ফলে দেখা যায় অতিরিক্ত ভিজিটরের লোডিংয়ের কারনে সাইট টি সাময়িক ডাউন হয়ে যায়।
এজন্য যথাসময়ে সবাই তাদের কাঙ্খিত ফলাফল মার্কশিট দ্রুত ডাউনলোড করতে না পেরে বিরক্ত হয়ে যায়। অথচ বিকল্প পদ্ধতি তে চেষ্ট করলে খুব সহজেই দ্রুততর কাঙ্খিত ফলাফল ও মার্কশিট ডাউনলোড করে নেয়া যায়।
এইচএসসি ফলাফল ২০২২ কিভাবে অনলাইনে পাবেন?
বন্ধুরা, অনলাইনে এইচ এস সি রেজাল্ট ২০২২ নম্বর সহ মার্কশিট পাওয়া যাবে অনলাইনে অফিসিয়াল ওয়েব সার্ভার থেকে। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুটি বড় ওয়েব সার্ভার রয়েছে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২২ – HSC Exam Result 2022 প্রকাশের জন্য। এছাড়াও প্রত্যেকটি শিক্ষাবোর্ডের এইচ এস সি রেজাল্ট 2022 প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন ওয়েবসাইট রয়েছে, যা নীচে তুলে ধরা হল।
এইচ এস সি ফলাফল ২০২২ দেখার নিয়ম
- প্রথমে নিচের লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
- সেখানে প্রথমে থাকা Examination অপশন থেকে ‘HSC / Alim’ অথবা ‘HSC(Vocational)’ নির্বাচন করুন (এই অপশনটি ফলাফলের দিন অটো সিলেক্ট করা থাকতে পারে)
- তারপর দুই নাম্বার অপশনে থাকা Year অপশন থেকে 2022 নির্বচন করুন (Year অপশনটিও ফলাফলের দিন অটো সিলেক্ট করা থাকতে পারে)
- তিন নাম্বারে থাকা Board অপশন থেকে আপনার শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন [যেমনঃ- Barisal Board” Chittagong Board” Comilla Board” Dhaka Board” Dinajpur Board” Jessore Board” Rajshahi Board” Technical Board” Madrasah Board” থেকে আপনার শিক্ষ বোর্ড টি সিলেক্ট করুন ]
- চার নাম্বারে Roll অপশনের সামনের ফাকা বক্সে আপনার এইচ এস সি, দাখিল অথবা ভকেশনাল পরীক্ষার রোল নাম্বার টি লিখুন
- পাঁচ নাম্বারে Reg: Number অপশনের সামনের ফাকা বক্সে আপনার এইচ এস সি, দাখিল অথবা ভকেশনাল পরীক্ষার রেজিষ্ট্রেশন নাম্বার টি লিখুন
- তারপর ছয় নাম্বার অপশনে 2+3 = এই ধরনের একট যোগ সংখ্যা দেখতে পাবেন এবং সামনে একটি খালি বক্স থাকবে, আপনি উক্ত যোগ এর ফলাফল টি সেখানে লিখবেন। এটি অনেক ধরনের হতে পারে , যেমনঃ- *3+2 = *5+4 = *9+3 = ইত্যাদি।
- সর্বশেষ Submit বাটনে ক্লিক করুন। আপনার কাঙ্খিত HSC রেজাল্ট 2022 চলে আসার পর সেটি প্রিন্ট অথবা ডাউলোড করে নিন।
নাম্বার সহ এইচ এস সি রেজাল্ট 2022 দেখুন
Eboardresults.com থেকে নাম্বার সহ এইচ এস সি রেজাল্ট 2022 দেখবেন যেভাবেঃ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এইচ এস সি, দাখিল, ভকেশনাল পরীক্ষার রেজাল্ট জানার অন্যতম একটি ওয়েবসাইট হল www eboardresults com.
এই ওয়েবসাইটটির অন্যতম একটি বৈশিষ্ট হল, এখান থেকে আপনি আপনার ফলাফল, মার্কশিট তথা কোন বিষয়ে কত নাম্বার, কোন গ্রেড পেলেন তা সম্পূর্নভাবে বিস্তারিত সহকারে জানতে পারবেন। এই ওয়েবসাইট টি থেকে আপনার কাঙ্খিত HSC Result 2022 – এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২২ মার্কশিট ডাউনলোড করতে নিচের টিউটোরিয়াল ফলো করুন।
- প্রথমে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Examination থেকে HSC/Alim/Equivalent সিলেক্ট করুন।
- Year থেকে 2022 সিলেক্ট করুন।
- Board থেকে আপনার শিক্ষাবোর্ড সিলেক্ট করুন।
- Result Type থেকে Individual Result সিলেক্ট করুন।
- Roll এর বক্সে আপনার রোল নাম্বারটি লিখুন।
- Registration এর বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বরটি লিখুন। এটি না লিখলেও চলবে। তবে বিস্তারিত মার্কশিট নম্বর দেখতে চাইলে অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশন নম্বরটি দিতে হবে।
- Security Key (4 digits): এখানে একটি ইমেজে চার ডিজিটের অক্ষরগুলি দেখতে পাবেন। বোঝা না গেলে নিচের Reload বাটনে ক্লিক করুন। তারপর শব্দগুলো সামনের বক্সে সঠিকভাবে লিখুন।
- সর্বশেষ নিচের Get Result বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে কয়েক সেকেন্ডের ভেতরেই আপনার HSC Result 2022 – এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ মার্কশিট নম্বর সহ দেখতে পাবেন।
SMS দ্বারা এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখার নিয়ম।
যে কোন মোবাইল ফোন থেকে ছোট একটি একটি এস এম এস পাঠিয়ে খুব সহজেই জানতে পারবেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের HSC Exam Result 2022 – এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২২। প্রথমেই আপনার মোবাইল ফোনের ব্যালেন্সে কমপক্ষে পাচ টাকা আছে কিনা নিশ্চিত হয়ে নিন। কারন, প্রতিটি এসএমএস পাঠাতে ভ্যাট সহকারে প্রায় তিন টাকা কেটে নেয়া হবে।
এবার নিচের নিয়মে এস এম এস পাঠিয়ে সকল শিক্ষাবোর্ডের HSC Result 2022 – এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখে নিন।
- মোবাইলের মেসেজ অফশনে প্রবেশ করুন।
- এবার ইংরেজী ক্যাপিট্যাল লেটারে লিখুন “HSC”
- একটু ফাকা করে আপনার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন।
- একটু ফাকা করে ইংরেজী সংখ্যায় আপনার “HSC Roll Number” লিখুন।
- আবার ফাকা করে এইচএসসি পরীক্ষার সাল ইংরেজী সংখ্যায় লিখুন।
- সর্বশেষ মেসেজটি পাঠিয়ে দিন “16222” এই নম্বরে।
উদাহরনঃ- HSC DHA 150656 2022 লিখে পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
বিঃ দ্রঃ এখানে রোল নম্বরের জায়গায় আপনার রোল নম্বর লিখতে হবে। আর পরীক্ষার সাল হিসেবে ২০২২ সালের এইচ এস সি রেজাল্ট জানতে হলে, ইংরেজীতে 2022 লিখবেন। এবং ২০২২ সালের এইচ এস সি রেজাল্ট জানতে চাইলে, ইংরেজীতে 2022 লিখবেন।
সবকিছু ঠিক থাকলে কিছুক্ষনের মাঝেই ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার কাঙ্খিত বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচ এস সি পরীক্ষার রেজাল্ট মার্কশিট জানিয়ে দেয়া হবে। মেসেজটি খুজে পেতে আপনার মোবাইল ফোনের ইনবক্স চেক করুন।
সকল শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষরঃ
All Education Board | Short Code |
---|---|
Dhaka Education Board | DHA |
Chittagong Education Board | CHI |
Comilla Education Board | COM / CUM |
Jessore Education Board | JES |
Rajshahi Education Board | RAJ |
Sylhet Education Board | SYL |
Dinajpur Education Board | DIN |
Barisal Education Board | BAR |
Mymensingh Education Board | MYM |
Technical Education Board | TEC |
Madrasah Education Board | MAD |
এইচএসসি পরীক্ষার রেজাল্ট সকল শিক্ষা বোর্ড
- ঢাকা শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট
- কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট
- দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট
- যশোর শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট
- রাজশাহী শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট
- সিলেট শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট
- বরিশাল শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট
- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট
- কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ভকেশনাল রেজাল্ট
- কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএম রেজাল্ট
- মাদ্রাসা শিক্ষা বোর্ড এইচএসসি আলিম রেজাল্ট
- এইচ এস সি রেজাল্ট উম্মুক্ত বিশ্ববিদ্যালয়
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ সম্পর্কিত মন্তব্য
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বাংলাদেশ এর অধীনে প্রতি বছর ই ধারাবাহিকভাবে বছরের শুরুর দিকে তথা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত সময়ের মধ্যেই স্বাভাবিকভাবেই মধ্যমিক স্তরের পরীক্ষারগুলো তথা এইচএসসি/দাখিল/ভকেশনাল সমমান পরীক্ষারগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এবং পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আবার যথারীতি ৬০/৭০ দিনের ভেতরেই আবার রেজাল্ট প্রকাশিত করা হয়।
একটা সময় এমন ছিল যে পরীক্ষার পর ফলাফলের জন্য ছাত্র ছাত্রীদের কে ছয় মাসের ও বেশী সময় অপেক্ষা করা লাগতো। এতে করে ছাত্র ছাত্রীরা মানুষিক শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হত চরম ভাবে। সেই সাথে ইয়ার লস আর সেশন জটের চিপায় আটকা পরে জীবন থেকে মূল্যবান সময়গুলো ও হারিয়ে যেত শোচনীয়ভাবে।
যাই হোক শিক্ষাবোর্ডের শুভ বুদ্ধির উদয় হওয়ার ফলে ছাত্র ছাত্রীরা এ ধরনের যন্ত্রনা থেকে অনেক রেহাই পেয়েছে। আমরা আশা রাখি ভবিষ্যতে সিষ্টেম টি আরো আপডেট করার দিকে নজর দিবে শিক্ষা বোর্ড। যাতে করে কোন ছাত্র ছাত্রীদের একাডেমিক শিক্ষা জীবন নিয়ে আফসোস করতে যেন না হয়।
এই পোষ্টে আমরা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের HSC Result 2022 – এইচ এস সি রেজাল্ট ২০২২ নম্বর সহ মার্কশিট ডাউনলোডের বিস্তারিত তথ্য তুলে ধরেছি। HSC Result 2022 – এইচএসসি রেজাল্ট 2022 ডাউনলোড করতে সমস্যা হলে নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা যথাসম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করবো। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য এবং এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।