ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রেজাল্ট ২০২৪ – ফাজিল পরীক্ষার ফলাফল 2024 মার্কশীট ডাউনলোড করুন এখানেঃ বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী ফাযিল ডিগ্রী কোর্সের ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের ফাজিল পরীক্ষার রেজাল্ট 2024 মার্কশিট সহকারে দেখা যাবে ও ডাউনলোড করা যাবে এই পৃষ্ঠার মাধ্যমে।
এছাড়াও চার বছর মেয়াদী ফাজিল অনার্স রেজাল্ট ২০২৩, ফাজিল অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট মার্কশি/গ্রেডশীট ডাউনলোড করা যাবে এখানেই। বিস্তারিত নীচে দেখুন।
প্রিয় দর্শক আমি জানি আপনি একজন ফলাফল প্রত্যাশী, যিনি এই মূহুর্তে যথেষ্ঠ মনোযোগের সহিত অনলাইনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রেজাল্ট 2024 খুজছেন। আজকের এই পোষ্ট আপনার জন্যই এবং আমি আশা করছি এই পোষ্ট থেকে আপনি উপকৃত হবেন।
আপনার কাঙ্খিত বিষয় ইসলামিক এরাবিক ইউনিভার্সিটির ফাজিল পরীক্ষার রেজাল্ট 2024 সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্যই থাকছে এই পেজে। কোন তারাহুরো না করে সম্পুর্ন পোস্টটি ধৈর্যের সহিত পড়লে এবং পোষ্টে থাকা নিয়ম ও অফিসিয়াল লিংক ফলো করলে খুব সহজেই আপনার কাঙ্খিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফলাফল ২০২৪ জানতে পারবেন।
আপনি এই পোষ্ঠে দেখানো নিয়ম অনুসারে 2024 সালের ফাজিল রেজাল্ট জানতে পারবেন সাথে পেছনের সকল বছরেরও ফাজিল পরীক্ষার ফলাফল জানতে পারবেন. কারন আমাদের এই পেজে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট সার্ভারের সাথে অফিসিয়াল রেজাল্ট সার্ভার সংযুক্ত করে দিয়েছি। কাজেই আপনি একদম নিশ্চিন্তে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করুন নিচের থেকে।
ফাজিল রেজাল্ট ২০২৪ কবে দেবে?
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার রেজাল্ট কবে দেবে, কখন প্রকাশিত হবে এসব নির্ভর করে অফিসিয়াল সিদ্ধান্তের উপর। ইসলামিক এরাবিক ইউনিভার্সিটির ফাজিল ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের ফলাফল ও ফাজিল ফাইনাল পরীক্ষার ফলাফল সম্পর্কিত সাম্প্রতিক আপডেটগুলি এখানে প্রাকাশিত হবে।
লাইভ আপডেটঃ
বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী ফাজিল কোর্সের শিক্ষার্থীদের সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই নীচের লিংকে ফলাফল পাওয়া যাবে। এছাড়াও এখান থেকে ২০২২ সালের ফাজিল রেজাল্ট, ফাজিল রেজাল্ট ২০২৩, ফাজিল রেজাল্ট ২০২৪ ও পেছনের সকল সালের ফাজিল রেজাল্ট জানা যাবে।
ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৪ কোথায় পাবেন?
ফাজিল পরীক্ষার রেজাল্ট বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি আমাদের এই ওয়েব সাইট থেকে জানা যাবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল ১ম বর্ষ, ফাজিল ২য় বর্ষ, ফাজিল ৩য় বর্ষ, ফাজিল ফাইনাল রেজাল্ট জানতে নিচের দিকে বিস্তারিত দেখুন।
ফাজিল রেজাল্ট 2024 কিভাবে জানবেন?
ফাজিল রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম: বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রেজাল্ট দুইভাবে জানা যাবে। আমাদের এখান থেকে ফাজিল পরীক্ষার রেজাল্ট অনলাইনে অফিসিয়াল সার্ভারের মাধ্যমে জানা যাবে একদম ফ্রিতে এবং কোন ধরনের ঝামেলা ছাড়াই। আপনার মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও জানতে পারবেন ফাজিল রেজাল্ট খুব সহজেই দ্রুত গতিতে, তবে এক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে।
ফাজিল রেজাল্ট ২০২৪ অনলাইনে দেখুন
বাংলাদেশ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার রেজাল্ট আপনার রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে জানতে পারবেন। এছাড়াও আপনি চাইলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফাজিল পরীক্ষার ফলাফল ডাউনলোড করতে পারবেন। নিচে দুটি পদ্ধতিই দেখানো হল।
অনলাইনে ফাজিল রেজাল্ট দেখার নিয়ম – ১ম পদ্ধতিঃ
- প্রথমে নীচের লিংকে ক্লিক করুন, নতুন ট্যাব নিয়ে একটি পেজ ওপেন হবে।
- রেজাল্ট সার্ভার পেজটি দেখতে নিচের চিত্রের ন্যায় হবে।
- Class থেকে Fazil Pass সিলেক্ট করুন।
- Examination Year থেকে পরীক্ষার সাল লিখুন/সিলেক্ট করুন।
- Year থেকে ‘ আপনি ফাজিল ১ম বর্ষের রেজাল্ট জানতে ‘ Fazil 1st Year ” ফাজিল ২য় বর্ষের ফলাফল জানতে ‘ Fazil 2nd Year ” এবং ফাজিল ৩য় বর্ষের / ফাজিল ফাইনাল রেজাল্ট জানতে ‘ Fazil 3rd Year ” সিলেক্ট করুন।
- Registration ঘরে আপনার রেজিষ্ট্রেশন নম্বরটি ইংরেজী সংখ্যায় লিখুন।
- 8 + 13 = ? এ জাতীয় চ্যলেঞ্জ কোড পাবেন। সংখ্যা দুটির যোগফল হিসেব করে নিচের ঘরে বসিয়ে দিন। ( বুঝতে কষ্ট হলে নিচের স্ক্রীনশট টি দেখুন )
- সর্বশেষ নিচের Result বাটনে ক্লিক করে সাবমিট করুন।
- সব ঠিক থাকলে আর সার্ভার ফ্রি থাকলে কয়েক সেকেন্ডের মাঝেই আপনার কাঙ্খিত ফাজিল পরীক্ষার ফলাফল মার্কশীট সহকারে দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করেও নিতে পারবেন
ফাজিল/অনার্স রেজাল্ট দেখতে ক্লিক করুন
অনলাইনে ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম – ২য় পদ্ধতিঃ
বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার রেজাল্ট PDF File আকারে ডাউনলোড করা যাবে অনলাইনে। মাদ্রাসা ভিত্তিক ফাজিল পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করতে প্রথমেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN Number সংগ্রহ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিদৃষ্ট পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তারপর নিচের দেখানো নিয়ম অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফাজিল পরীক্ষার রেজাল্ট পিডিএফ ফাইল ফরম্যাটে ডাউনলোড করা যাবে।
- প্রথমে এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন
- ফলাফল পেজের ডান পাশের Madrasah Result ট্যাব এ ক্লিক করুন।
- Madrasha EIIN এর ঘরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN Number টি প্রবেশ করান।
- Password এর ঘরে শিক্ষা প্রতিষ্ঠানের নিদৃষ্ট পাসওয়ার্ড প্রবেশ করান।
- Examination Year থেকে ফাজিল পরীক্ষার সাল নির্বাচন করুন।
- Class থেকে Fazil Pass নির্বাচন করে নিন।
- Year থেকে আপনার সেশন Year Select করুন – (অর্থাৎ 1st Year / 2nd Year / 3rd Year যে কোন একটি বা আপনি যেই Year এর তা সিলেক্ট করুন।)
- 5 + 8 = ? এই রকম অপশনের নিচে থাকা Captcha ঘরে উক্ত সংখ্যার যোগ ফলটি বসিয়ে দিন। ( বুঝতে কষ্ট হলে নিচের স্ক্রীনশট টি দেখুন )
- সর্বশেষ নিচের Result বাটনে ক্লিক করে সাবমিট করুন এবং অপেক্ষা করুন।
- আপনার ইন্টারনেট কানেকশনে ভালো স্পীড থাকলে এবং ওয়েবসাইটের সার্ভার ফ্রি থাকলে খুব অল্পক্ষনের মাঝেই আপনার ফাজিল পরীক্ষার ফলাফল PDF File আকারে ডাউনলোড করতে ও দেখতে পারবেন।
ফাজিল অনার্স রেজাল্ট ২০২৪
বন্ধুরা, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স রেজাল্ট ২০২৪ উপরে দেখানো স্বাভাবিক নিয়মেই জানা যাবে। তবে কিছু সিষ্টেম পার্থক্য থাকায়, এখানে আলাদা করে ফাজিল অনার্স পরীক্ষার রেজাল্ট ২০২৪ বের করার নিয়ম দেখানো হলো। এর পরেও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে নিচের কমেন্ট বক্স ত আছেই!
ফাজিল অনার্স রেজাল্ট 2024 অনলাইনে দেখুন
- সংযুক্ত লিংকে ক্লিক করে রেজাল্ট সার্ভার ওপেন করুনঃ Result.iau.edu.bd
- অফিসিয়াল রেজাল্ট সার্ভারে অনেকগুলো অপশন দেখতে পাবেন।
- সেখানে Class অপশন থেকে Fazil Honours সিলেক্ট করুন।
- Examination Year থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সাল নির্বাচন করুন।
- Year থেকে Fazil Honours 1st Year, 2nd Year, 3rd Year, 4th Year থেকে যে কোন একটি নির্বাচন করুন।
- Registration No. ঘরে আপনার রেজিঃ নম্বরটি লিখুন।
- 4 + 4 = ? এরকম একটি চ্যালেঞ্জ কোড দেখতে পাবেন। সেখানে থাকা দুটি সংখ্যার যোগফল সঠিক ভাবে Captcha ঘরে লিখুন।
- সর্বশেষ নিচের Result বাটনে ক্লিক করুন।
- সবকিছু ঠিক থাকলে কয়েক সেকেন্ডের মাঝে আপনার স্ক্রীনে ফাজিল অনার্স রেজাল্ট গ্রেডশীট সহকারে দেখতে পাবেন।
ফাজিল রেজাল্ট ২০২৩ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রেজাল্ট ২০২৩ প্রকাশিত। ইতিপূর্বে প্রকাশিত ইসলামী আবরী বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফলাফল 2021 নাম্বার সহ মার্কশিট/গ্রেডশীট উপরে দেখানো নিয়মেই ডাউনলোড করা যাবে। আমরা এখানে একটি সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম উদাহরন হিসেবে দেখালেও, প্রকৃত পক্ষে সকল সালের ফাজিল পরীক্ষার ফলাফল বের করার নিয়ম একই। আপনি শুধুমাত পরীক্ষার সাল নির্বাচনের অফশন থেকে আপনার কাঙ্খিত পরীক্ষার সাল নির্বাচন করে নিবেন।
এছাড়াও যদি আপনি এখানা থেকে ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ মার্কশিট ডাউনলোড করতে কোন সমস্যার সম্মুখীন হন অথবা আপনার কোন প্রশ্ন, অভিযোগ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানান।আমরা যথাসম্ভব সমাধানের চেষ্টা করবো।
ফাজিল পরীক্ষার ফলাফল 2024 SMS দ্বারা দেখুন
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফলাফল 2024 SMS এর মাধ্যমে অফলাইনে জানার সিষ্টেম এখনো চালু হয়নি। ভবিষ্যতে এই সিষ্টেম চালু হলে এখানে আপডেট করে দেয়া হবে। যে কোন সময় আপনার কাঙ্খিত ফাজিল পরীক্ষার রেজাল্ট জানতে উপরে দেখানো অনলাইন পদ্ধতি ফলো করুন।
ফাজিল ফাইনাল রেজাল্ট ২০২৪ – ফাজিল CGPA রেজাল্ট
বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী ফাজিল পাশ কোর্সে অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীগন ফাজিল ৩য় বর্ষের সিজিপিএ রেজাল্ট এখানের মাধ্যমে জানতে পারবেন। ফাজিল ফাইনাল পরীক্ষার রেজাল্ট, ফাজিল ৩য় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল, ফাজিল পাস কম্বাইনেড গ্রেডশীট রেজাল্ট, ফাজিল পাশ একাডেমিক রেজাল্ট, ফাজিল CGPA রেজাল্ট নিচের দেখানো নিয়মে জানা যাবে।
- প্রথমে এই লিংকে ক্লিক করুন, নতুন ট্যাবে ফলাফল পেজ ওপেন হবে।
- ফলাফল পেজের Class থেকে Fazil Pass সিলেক্ট করুন।
- Session Year থেকে আপনার সেশন নির্বাচন করুন।
- Registraion এর ঘরে আপনার রেজিষ্ট্রেশন নম্বরটি ইংরেজী সংখ্যায় লিখুন।
- 4 + 8 = ? এ জাতীয় চ্যলেঞ্জ কোড পাবেন। সংখ্যা দুটির যোগফল হিসেব করে নিচের ঘরে বসিয়ে দিন।
- সর্বশেষ নিচের Result বাটনে ক্লিক করে সাবমিট করুন।
- সবকিছু ঠিক থাকলে কিছুক্ষনের মাঝেই ফাজিল ফাইনাল পরীক্ষার রেজাল্ট, ফাজিল ৩য় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল, ফাজিল পাস কম্বাইনেড গ্রেডশীট রেজাল্ট, ফাজিল পাশ একাডেমিক রেজাল্ট, ফাজিল CGPA রেজাল্ট মার্কশীট সহ দেখতে পাবেন। চাইলে ডাউনলোড অথবা প্রিন্টও করে নিতে পারবেন।
ফাজিল পরীক্ষার সমন্বিত (CGPA) ফলাফল প্রকাশ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ নিচে দেখুন।
ফাজিল রিটেইক/ইমপ্রুভমেন্ট রেজাল্ট
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রিটেইক রেজাল্ট বা ফাজিল ইমপ্রুভমেন্ট রেজাল্ট এখান থেকেই জানা যাবে। যে সমস্ত স্টুডেন্টগন ফেল করার কারনে অথবা ফাজিল পরীক্ষার ফলাফলের মানউন্নয়নের জন্য পূনরায় পরীক্ষা দিয়েছেন, তারা এখানে দেখানো নিয়ম অনুযায়ী নিয়মিত ফলাফলের মতই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রিটেইক পরীক্ষার রেজাল্ট বা ফাজিল ইমপ্রুভমেন্ট পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহকারে ডাউনলোড করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে ফাজিল পরীক্ষার নিয়মিত ফলাফল প্রকাশের পরে ২৪ থেকে ৭২ ঘন্টা বা তারও বেশী সময় পরে Fazil Retake/Improvement Result ফলাফল প্রকাশ হতে পারে। এ সংক্রান্ত যে কোন সমস্যা নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।
ফাজিল রিটেইক/ইমপ্রুভমেন্ট রেজাল্ট দেখার নিয়ম:
- প্রথমে এই লিংকে ক্লিক করে ফলাফল পেজে প্রবেশ করুন।
- Student Result ট্যাবের আওতায় Class থেকে Fazil Pass সিলেক্ট করুন।
- Examination Year থেকে পরীক্ষার সাল নির্বাচন করুন।
- Year থেকে 1st Year, 2nd Year অথবা 3rd Year সিলেক্ট করুন
- Registration No. এর বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বরটি ইংরেজী সংখ্যায় লিখুন।
- 4 + 12 = ? এই ধরনে ক্যাপচা চ্যালেঞ্জ কোড দেখতে পাবেন। যোগফল হিসেব করে নিচের ঘরে লিখুন।
- সর্বশেষ নিচে ডান পাশের Result বাটনে ক্লিক করে সাবমিট করুন।
- সব ঠিক থাকলে আপনার কাঙ্খিত Fazil Retake/Improvement Result দেখতে পাবেন।
ফাজিল রেজাল্ট পূনঃনিরীক্ষন ২০২৪
ইসলামিক এরাবিক ইউনিভার্সিটির ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহন করে যারা ফেল করেছেন অথবা আশানুরূপ ফলাফল হয়নি তারা চাইলে ফলাফল পূনঃনিরীক্ষন, খাতা চ্যালেঞ্জ, ফলাফল পূনঃমূল্যায়নের জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে পারবেন। ফাজিল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের নিয়ম ও অফিসিয়াল নোটিশ নিচে দেখুন।
প্রিয় দর্শক, এই পোষ্টে আমরা বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রেজাল্ট মার্কশীট ডাউনলোডের বিস্তারিত পদ্ধতি তুলে ধরেছি। এর পরেও যদি আপনি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে নীচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আপনার যে কোন অভিযোগ, মতামত, প্রশ্ন আমরা সাদরে গ্রহন করি এবং যথাসম্ভব উত্তর দেয়ার চেষ্টা করি।
এই আর্টিকেলটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়ায় এবং আপনার নিকটবর্তীদের সাথে শেয়ার করুন। যেন সবাই উপকৃত হতে পারে। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য এবং এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।